সহযোগি হোন
আগ্রহী বিভিন্ন কোম্পানী/প্রতিষ্ঠান তাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ‘নতুন পঞ্জিকা’ /বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রকে দান করতে পারেন।
নতুন পঞ্জিকা / বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রকে দান করতে আগ্রহী কোম্পানী/প্রতিষ্ঠানের জন্যে তথ্যঃ
১। শর্তাবলীঃ
– দাতা কোম্পানী/প্রতিষ্ঠানকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
-মানবাধিকারের সার্বজনীন ঘোষণার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
-পরিবেশ-প্রতিবেশ এবং ইতিহাস-ঐতিহ্যের প্রতি যত্নশীল হতে হবে।
-বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র কেবলমাত্র নিঃশর্ত অনুদান গ্রহন করে।
-দাতা কোম্পানী/প্রতিষ্ঠান বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রের চিন্তা, পরিকল্পনা ও কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না।
২। পরিমান ও ধরণঃ
বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র’র সাধারণ তহবিলে অনুদানের জন্য কোনো নির্দিষ্ট পরিসীমা নাই। আলোচনা সাপেক্ষে বিশেষ প্রকল্পের জন্যে বিশেষ অনুদান দেয়া যাবে। নগদ অর্থ ব্যাঙ্ক হিসাবের মাধ্যমে দিতে হবে।
৩। অনুদানের ক্ষেত্র/উপলক্ষ্যঃ
সাধারণ তহবিল; বিশেষ প্রকল্প- যেমন ‘ নতুন পঞ্জিকা’; স্মারক বক্তৃতা ; সম্মেলন; বিষয়ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠান; প্রকাশনা- (জার্নাল, বই, পুস্তিকা, স্মরণিকা) ।
৪। স্বীকৃতি ও স্বীকৃতির মেয়াদঃ
-সাধারণ তহবিলে অনুদানঃ দাতার আগ্রহ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রকাশনা / ওয়েবসাইটে দাতা কোম্পানী/প্রতিষ্ঠানের নাম নির্দিষ্ট মেয়াদে উল্লেখিত থাকবে।
-বিশেষ প্রকল্পে অনুদানঃ প্রকল্পের প্রকাশনা ও প্রচারণায় দাতার নাম উল্লেখিত থাকবে।
৫। যোগাযোগঃ
বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র( Center for Bangladesh Studies-CBS): cbsdhaka@gmail.com
নতুনপঞ্জিকাঃ notunponjika@gmail.com